সোমবার ২০ অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ

প্রকাশিত : ০৬:৫২ পূর্বাহ্ণ, ২০ অক্টোবর ২০২৫ সোমবার ৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

হ্যারি ম্যাগুয়্যারের শেষ মুহূর্তের গোলেই দীর্ঘ ১৬ বছর পর অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক এই জয় তুলে নেয় রুবেন অ্যামোরিমের দল।

ম্যাচের শুরুতেই ব্রায়ান এমবেউমোর দারুণ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের মাত্র এক মিনিটের মাথায় পাওয়া এই গোলই নির্ধারণ করে দেয় প্রথমার্ধের গতি। এরপর লিভারপুলের কোডি গাকপো ও ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ দু’জনেই পোস্টে বল লাগিয়ে সুযোগ হারান। বিরতির পর গাকপো আরও একবার পোস্টে শট নেন, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি তাকে।

৭৮ মিনিটে ফেদেরিকো চিয়েসার নিখুঁত পাস থেকে গাকপো অবশেষে গোল করেন, ম্যাচে সমতা ফেরান লিভারপুল। তবে শেষ হাসি হাসে ইউনাইটেড। ৮৪ মিনিটে ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে জয় এনে দেন অধিনায়ক ম্যাগুয়ার।

এই জয়ে ২০০৯ সালের পর প্রথমবার অ্যানফিল্ডে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, আর্নে স্লটের লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল।

এই ফলাফলে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়ে টিকে থাকার লড়াইয়ে নতুন করে গতি পেল ইউনাইটেড, আর লিভারপুলের জন্য তা হয়ে উঠল আত্মবিশ্বাস হারানোর আরেকটি রাত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT