ইরানের হামলায় ইসরায়েল এখন ধ্বংসনগরী
প্রকাশিত : ১২:০৩ অপরাহ্ণ, ১৭ জুন ২০২৫ মঙ্গলবার ৪৭ বার পঠিত
একের পর এক হামলা করছে ইরান। আর এই হামলায় দখলদার ইসরাইল এখন ধ্বংসনগরীতে পরিণত হয়েছে। দেখে চিনার উপায় নেই এটি ইসরাইল।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রতিক্রিয়ায়, উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর সিএনএনের।
আল জাজিরার খবর অনুযায়ী, ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে তেল আবিব ও হাইফা অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা তিনটি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে একটি বাধাগ্রস্ত করতে পেরেছে। বাকি দুটি উত্তর ইসরায়েলের খোলা এলাকায় আঘাত হেনেছে।
জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, আইডিএফ জানিয়েছে তারা ইরানের ১২০টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করেছে।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ইসরায়েলের আয়রন ডোম দ্বারা প্রতিহত করা গেছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত হানে।
আনোদুলু এজেন্সি জানিয়েছে, ইরান সোমবার ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হাইফা, ক্রায়োট, গ্যালিলি ও লোয়ার গ্যালিলি অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।