উত্তরাখণ্ডে কারাগারে নারীসহ ৪৪ জন এইচআইভি আক্রান্ত
প্রকাশিত : ০৭:৫২ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২৩ রবিবার ১৪৯ বার পঠিত
ভারতে উত্তরাখণ্ড রাজ্যের হলদওয়ানি কারাগারে এক নারীসহ ৪৪ জন বন্দি এইচআইভি আক্রান্ত বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে ২৩ জন এইচআইভি সংক্রমিত বলে প্রথম জানা যায়। এরপর মার্চে আরও ১৭ জন আক্রান্ত হন।
হলদওয়ানি জেলের সুপারিনটেনডেন্ট প্রমোদ পাণ্ডে বলেছেন, বন্দিদের মধ্যে কখন কীভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে আমরা নিশ্চিত নই।
হাসপাতাল সূত্র বলছে, যেসব বন্দি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অনেকেই মাদক সেবন করতেন।
এইচআইভি আক্রান্তদের জন্য জেল হাসপাতালেই একটি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টার তৈরি করা হয়েছে।এদিকে সুস্থ আসামিদের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে পৃথক জেলের ব্যবস্থা করার দাবি উঠেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























