anusandhan24.com
উত্তরাখণ্ডে কারাগারে নারীসহ ৪৪ জন এইচআইভি আক্রান্ত
রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ০৭:৫২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ভারতে উত্তরাখণ্ড রাজ্যের হলদওয়ানি কারাগারে এক নারীসহ ৪৪ জন বন্দি এইচআইভি আক্রান্ত বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে ২৩ জন এইচআইভি সংক্রমিত বলে প্রথম জানা যায়। এরপর মার্চে আরও ১৭ জন আক্রান্ত হন।

হলদওয়ানি জেলের সুপারিনটেনডেন্ট প্রমোদ পাণ্ডে বলেছেন, বন্দিদের মধ্যে কখন কীভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে আমরা নিশ্চিত নই।

হাসপাতাল সূত্র বলছে, যেসব বন্দি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অনেকেই মাদক সেবন করতেন।

এইচআইভি আক্রান্তদের জন্য জেল হাসপাতালেই একটি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টার তৈরি করা হয়েছে।এদিকে সুস্থ আসামিদের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে পৃথক জেলের ব্যবস্থা করার দাবি উঠেছে।