টেক্সাসে শপিং মলে গোলাগুলিতে নিহত ১, আহত ৩
প্রকাশিত : ০৫:৪৭ অপরাহ্ণ, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ১৩৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিং মলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
বুধবার সিয়েলো ভিস্তা নামে এক মলে এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ ঘটনা এখনো ‘শেষ হয়নি।’ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। পুলিশ মল খালি করছে। তারা প্রত্যক্ষদর্শীদের জড়ো করছে। মল হওয়ায় ঘটনাস্থল বেশ বড়, তাই একটু সময় লাগছে।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন গোলাগুলি, তার উদ্দেশ্য জানা যায়নি এবং আহতদের ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি।
টেক্সাসের এই সিয়েলো ভিস্তা মলের পাশেই ওয়ালমার্টের দোকান, যেখানে ২০১৯ সালের ৩ অগাস্ট এক বন্দুকধারী ২৩ জনকে হত্যা করেছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।