একদিন সব কুকীর্তি ফাঁস করে দেব: শিল্পী আদনান সামি
প্রকাশিত : ০৫:৪০ পূর্বাহ্ণ, ১৬ নভেম্বর ২০২২ বুধবার ১৩৩ বার পঠিত
তিন দেশের নাগরিক ‘লিফট কারা দে’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতজ্ঞ আদনান সামি – পাকিস্তান, কানাডা ও ভারত। জন্মসূত্রে তিনি পাকিস্তানি, তবে কানাডার নাগরিকত্বও নিয়েছেন। তবে বলিউডসহ হিন্দি গানে তার ব্যাপক দখল ও জনপ্রিয়তার কারণে ভারতে থিতু হন এ শিল্পী।
২০০৬ সালে পেয়েছেন ভারতের নাগরিকত্বও। পরে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে পাকাপাকি ভাবে ভারতে থাকতে শুরু করেন। এরপর থেকে আর জন্মভূমি পাকিস্তানে পা রাখেননি আদনান সামি।
কিন্তু কেন পাকিস্তান ছাড়লেন এ তারকা শিল্পী? এ প্রশ্নের জবাবে সবসময় রহস্যই রেখেছেন। সঠিক কারণটি জানাননি কখনও।
এবার সেই একই প্রশ্নে রহস্যকে আরও ঘনীভূত করলেন আদনান? এমনটি হুমকি দিয়ে বসলেন পাকিস্তান সরকারকে! বললেন, একদিন সব কুকীর্তি ফাঁস করে দেবেন তিনি।
তার পাকিস্তান ছাড়ার জন্য সরাসরি সে দেশের সরকার দায়ী করলেন ‘সুন জারা’ তারকা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিল্পী লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, কেন আমি পাকিস্তান ছেড়েছি? আসলে পাকিস্তানের মানুষ সম্পর্কে আমার কোনো বিরূপ ধারণা নেই, বিষোদাগার নেই। তারা যেমন আমাকে ভালবাসেন, আমিও তাদের ভালবাসি। কিন্তু পাকিস্তানের সরকারের কারণে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি।’
এরপর হুমকির সুর ‘ভর দো ঝোলি মেরি’ খ্যাত শিল্পীর কণ্ঠে। তিনি বলেন, ‘এক দিন সব কুকীর্তি ফাঁস করে দেব। বছরের পর বছর ধরে মুখে কুলুপ এঁটে ছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। মানুষ এসব শুনলে চমকে যাবেন!’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।