যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলা, নিহত ৫
প্রকাশিত : ১০:০১ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০২৩ সোমবার ১২৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘লুইসভিল শহরের ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন সবাই।’
লুইসভিলের িইস্ট মেইন এলাকায় ঘটনাস্থলের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বেড়েছে। দুই সপ্তাহ আগেও টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি খ্রিস্টান স্কুলে এমন হামলায় ছয়জন নিহত হন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।