anusandhan24.com
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলা, নিহত ৫
সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘লুইসভিল শহরের ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন সবাই।’

লুইসভিলের িইস্ট মেইন এলাকায় ঘটনাস্থলের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বেড়েছে। দুই সপ্তাহ আগেও টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি খ্রিস্টান স্কুলে এমন হামলায় ছয়জন নিহত হন।