‘ম্যারাথন অব কলের’ চাপে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১০:৩৭ পূর্বাহ্ণ, ১৩ জুন ২০২৫ শুক্রবার ৪১ বার পঠিত
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিডিয়ন সা’আর সাড়া বিশ্ব থেকে অসংখ্য টেলিফোন কল পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ইরানে হামলার বিষয়ে জানতে তাকে কল করছেন। অল্প সময়ে পররাষ্ট্রমন্ত্রীর এ পরিস্থিতিতে পড়াকে সিএনএন বলছে ‘ম্যারাথন অব কল’।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি অবস্থায় কাজ শুরু করেছে এবং বিশ্বজুড়ে ইসরায়েলের সমস্ত মিশন পরিচালনার জন্য একটি জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ কক্ষ খুলেছে। সামরিক অভিযানের জন্য কূটনৈতিক বৈধতা নিশ্চিত করার জন্য ইসরায়েলের মিশনগুলো কূটনৈতিকভাবে কাজ করছে। সকল ক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে বিস্তারিত জানাবে এ মন্ত্রণালয়।
ইরানের রাজধানীতে স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) ভোর ৩টার দিকে হামলা শুরু করে ইসরায়েল। পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল।
আলজাজিরার সংবাদদাতারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দেশটির রাজধানীতে ছয় থেকে ৯টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংবাদদাতা ব্যক্তিগতভাবে কমপক্ষে দুটি বিস্ফোরণের কথা নিশ্চিত হয়েছেন।
তবে এই বিস্ফোরণগুলো একটি নির্দিষ্ট স্থানে নয় বরং শহরের বিভিন্ন অংশে ঘটেছে।
হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।