মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা
প্রকাশিত : ০৬:৩৬ পূর্বাহ্ণ, ২০ অক্টোবর ২০২৫ সোমবার ২ বার পঠিত
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের উইকেট নিয়ে চলছে তুমুল আলোচনা। গাঢ় বাদামি রঙের উইকেট, একফোঁটা ঘাস নেই-এমন দৃশ্য দেখে চমকে গেছেন অনেকে। তবে এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল না।ম্যাচের আগের দিনই এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিকে। তিনি তখন বলেছিলেন, ‘অধিনায়ক শাই হোপ এখনো উইকেট দেখেনি, তবে আমি দেখেছি। আমরা এমন উইকেট বানাতে পারব না-এমন কিছু আগে কখনো দেখিনি।’
অন্যদিকে বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা স্বাভাবিক মিরপুরের উইকেটের মতোই দেখাচ্ছে। সাধারণত এখানে কিছুটা টার্ন থাকে, যা ভালোই।’
সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ফারভেজ মাহারুফ ম্যাচ শুরুর আগে উইকেট রিপোর্টে বলেন, ‘দুই বছর আগে এখানে শেষ ওয়ানডে হয়েছিল। এবার সম্পূর্ণ আলাদা এক ধরনের উইকেট দেখছি। আমি অনেক ম্যাচ কাভার করেছি, কিন্তু এই প্রথম একটাও ঘাস দেখলাম না। বল করার আগেই মাটি নড়ছে, মানে উইকেটটা ধীরগতির হবে।’ তিনি আরও বলেন, ‘এটা ধীর উইকেট, স্পিনারদের ভূমিকা বড় হবে। ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।’
মাহারুফের সেই ভবিষ্যদ্বাণী হুবহু সত্যি হয় ম্যাচে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০তম ওভারে গিয়ে পৌঁছায় মাত্র ১০০ রানে। পরে কোনোভাবে দলীয় স্কোর ২০৭ পর্যন্ত নিতে পারে তারা। সম্প্রচারকারীদের দেখানো পরিসংখ্যানে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি, রস্টন চেজ ও খারি পিয়ের উইকেট থেকে গড়ে ৪ থেকে ৪.৫ ডিগ্রির বেশি টার্ন পাচ্ছিলেন। এমনকি জাস্টিন গ্রিভসের কাটার আর মাঝারি গতির বলেও রান তুলতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।
এরপর রিশাদ হোসেন তো সব আলোই কেড়ে নিলেন। ৬ উইকেট তুলে নিয়ে তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। যার ফলে ২০৭ রান করেও ৭৪ রানের বিশাল এক জয় পায় বাংলাদেশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।