ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের
প্রকাশিত : ০৫:১৬ অপরাহ্ণ, ৪ মার্চ ২০২৩ শনিবার ১২৬ বার পঠিত
ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী যে অভিযোগ এনেছে, তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে গত সপ্তাহে আনা ওই অভিযাগ প্রত্যাখ্যান করেছে।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বিবৃতিতে ব্রিটিশ নৌবাহিনীর দাবিকে মিথ্যা অভিহিত করেছেন। তিনি বলেছেন, যেসব দেশ আগ্রাসনকারীদের বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং যারা ইয়েমেনে মানুষের মৃত্যু ও ধ্বংসের কারণ, তারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ করার মাধ্যমে সেই অন্যায় থেকে নিজেদের মুক্ত করতে পারবে না।
তিনি বলেন, যেসব দেশ ইতিহাসে যুদ্ধ-বিগ্রহের মূল অপরাধী এবং বিশ্বের সংকটময় অঞ্চলগুলোতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, তারা এখন মিথ্যা অভিযোগ ও মিথ্যা প্রচারের মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের রয়্যাল নেভি দাবি করে, ওমান সাগরে ইরানের একটি জাহাজ জব্দ করা হয়েছে, যেটি অন্ধকারের মধ্যে তীব্র গতিতে ইরান থেকে অস্ত্র নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল।
অপরদিকে বাহরাইন-ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর দাবি করেছে, ইরান সাধারণ যে রুটি ব্যবহার করে ইয়েমেনে অস্ত্র পাচার করে আসছে, সেই রুটেই জাহাজটি জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলো প্রায়ই ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে আসছে। আবার ইরানও বারবার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।