পুতিনের সমালোচককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র পেল অস্কার পদক
প্রকাশিত : ০৫:০৭ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০২৩ সোমবার ১১৮ বার পঠিত
রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের বিষয় নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্র অস্কার জিতেছে।
কারাগারে তাকে বিষ প্রয়োগের বিষয়টি নিয়ে এ প্রামাণ্যচিত্রটি অস্কারে সেরা ডকুমেন্টারি ফিচার হিসেবে পুরস্কার জিতে।
কানাডার পরিচালক ড্যানিয়েল রোহার এ প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। অস্কার মঞ্চে উপস্থিত ছিলেন অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনি।
তিনি বলেন, তার স্বামীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যায়ভাবে আটক করেছে। ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।