পাকিস্তানে বাস খাদে, নিহত ১৯
প্রকাশিত : ০৭:৪০ অপরাহ্ণ, ৩ জুলাই ২০২২ রবিবার ১৭৯ বার পঠিত
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তা এজাজ জাফর এএফপিকে জানান, বাসটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দানিসারের কাছে একটি পিচ্ছিল রাস্তা থেকে খাদে পড়ে যায়। যাত্রীবাহী বাসটি রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাচ্ছিল।
পাকিস্তানের সড়ক নিরাপত্তার রেকর্ড সন্তোষজনক নয়। দেশটিতে বেপরোয়া গাড়ি চালানো, খারাপ রাস্তা ও যানবহনের বেহাল দশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
গত মাসেই পাকিস্তানের বেলুচিস্তানে একটি মিনিবাস খাদে পড়ে গেলে অন্তত ২২ জন নিহত হন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।