anusandhan24.com
পাকিস্তানে বাস খাদে, নিহত ১৯
রবিবার, ৩ জুলাই ২০২২ ০৭:৪০ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা এজাজ জাফর এএফপিকে জানান, বাসটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দানিসারের কাছে একটি পিচ্ছিল রাস্তা থেকে খাদে পড়ে যায়। যাত্রীবাহী বাসটি রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাচ্ছিল।

পাকিস্তানের সড়ক নিরাপত্তার রেকর্ড সন্তোষজনক নয়। দেশটিতে বেপরোয়া গাড়ি চালানো, খারাপ রাস্তা ও যানবহনের বেহাল দশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গত মাসেই পাকিস্তানের বেলুচিস্তানে একটি মিনিবাস খাদে পড়ে গেলে অন্তত ২২ জন নিহত হন।