দিল্লির সংগ্রহ ১৭২, বাকি দায়িত্ব মুস্তাফিজদের
প্রকাশিত : ১০:০৯ অপরাহ্ণ, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ১৬৫ বার পঠিত
আসরের তিন ম্যাচেই হেরেছে দিল্লি ক্যাপিটালস। জয়ের আশায় মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করে দুই বল থাকতে ১৭২ রানে অলআউট হয়েছে দিল্লি। ওই রান আটকানোর চ্যালেঞ্জ এখন মুস্তাফিজুর-এনরিক নরকিয়াদের।
দিল্লি ৩৩ রানে প্রথম উইকেট হারায়। ১০ বলে ১৫ রান করেন পৃথ্বী শ’। এরপর মানিশ পান্ডে ১৮ বলে পাঁচটি চারে ২৬ রান করেন। পরেই ব্যর্থ হয়ে ফিরে যান ইয়াশ ধুল (৪ বলে ২), রোভম্যান পাওয়েল (৪ বলে ৪) ও ললিত যাদব (৪ বলে ২)।
তবে ওপেনার ওয়ার্নার ক্রিজে টিকে ছিলেন। তিনি ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ছয়টি চারের শট। এছাড়া অক্ষর ২৫ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট দেখা যায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।