আসরের তিন ম্যাচেই হেরেছে দিল্লি ক্যাপিটালস। জয়ের আশায় মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করে দুই বল থাকতে ১৭২ রানে অলআউট হয়েছে দিল্লি। ওই রান আটকানোর চ্যালেঞ্জ এখন মুস্তাফিজুর-এনরিক নরকিয়াদের।
দিল্লি ৩৩ রানে প্রথম উইকেট হারায়। ১০ বলে ১৫ রান করেন পৃথ্বী শ’। এরপর মানিশ পান্ডে ১৮ বলে পাঁচটি চারে ২৬ রান করেন। পরেই ব্যর্থ হয়ে ফিরে যান ইয়াশ ধুল (৪ বলে ২), রোভম্যান পাওয়েল (৪ বলে ৪) ও ললিত যাদব (৪ বলে ২)।
তবে ওপেনার ওয়ার্নার ক্রিজে টিকে ছিলেন। তিনি ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ছয়টি চারের শট। এছাড়া অক্ষর ২৫ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট দেখা যায়।