ড্রোন বিধ্বংসী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল রাশিয়া
প্রকাশিত : ০৯:৩১ পূর্বাহ্ণ, ১৪ জুন ২০২৫ শনিবার ৪৫ বার পঠিত
ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজার-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শিগগিরই দেশটির বৃহত্তর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এটি অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করছে মস্কো।
রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজ্য কর্পোরেশন (রোস্টেক) এবং রোসাটমের প্রতিনিধিদের সঙ্গে অ্যান্টি-ড্রোন লেজার প্রতিরক্ষা ব্যবস্থার এই পরীক্ষা প্রত্যক্ষ করেছেন জ্যেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ।
বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষার প্রাথমিক লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতিতে সর্বশেষ লেজার সিস্টেমের কার্যকারিতার একটি বিস্তৃত মূল্যায়ন পরিচালনা করা।
কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লেজার-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি সহজেই যেকোনো স্থানে মোতায়েন করা যাবে।
রুশ সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি লেজার সিস্টেম একটি অজ্ঞাত স্থান থেকে উড়ে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করছে। হামলার পর ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে ভিডিওতে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সফল পরীক্ষাটি নতুন এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন আরও বিস্তৃত করার পথ প্রশস্ত করেছে।
এরআগে গতকাল বৃহস্পতিবার ২০২৭-২০৩৬ সালের জন্য রাশিয়ার অস্ত্র কর্মসূচির পরিকল্পনা পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেখানে তিনি উল্লেখ করেন, ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ার ‘নতুন পদ্ধতি এবং আধুনিক সমাধান’ প্রয়োজন।
এ সময় রাশিয়ায় একটি ‘একীভূত’ বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন পুতিন।
সূত্র: মস্কো টাইমস, রয়টার্স
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।