চীনে এইচ৩এন৮ বার্ড ফ্লুতে নারীর মৃত্যু
প্রকাশিত : ০৪:২০ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০২৩ বুধবার ১৩৪ বার পঠিত
চীনে বার্ড ফ্লুর এইচ৩এন৮ এভিয়ান উপধরনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। যিনি মারা গেছেন তিনি ৫৬ বছর বয়সী একজন নারী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ওই নারী ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর গুরুতর নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি গত মাসে মারা যান। খবর- আল-জাজিরা।
ভাইরাসটি পাখিদের মধ্যে ‘বেশি পাওয়া যায়’। গত বছরের এপ্রিলে চীনে ভাইরাসটি শনাক্ত হয়। এর আগে কোনো মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।