anusandhan24.com
চীনে এইচ৩এন৮ বার্ড ফ্লুতে নারীর মৃত্যু
বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ০৪:২০ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

চীনে বার্ড ফ্লুর এইচ৩এন৮ এভিয়ান উপধরনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। যিনি মারা গেছেন তিনি ৫৬ বছর বয়সী একজন নারী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ওই নারী ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর গুরুতর নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি গত মাসে মারা যান। খবর- আল-জাজিরা।

ভাইরাসটি পাখিদের মধ্যে ‘বেশি পাওয়া যায়’। গত বছরের এপ্রিলে চীনে ভাইরাসটি শনাক্ত হয়। এর আগে কোনো মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়নি।