রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজার ঘরবাড়ি-রাস্তায় লাখ লাখ টন বর্জ্য

প্রকাশিত : ০৯:১৩ পূর্বাহ্ণ, ৪ জুন ২০২৫ বুধবার ৯২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। যুদ্ধের ভয়াবহতায় ঘরহারা হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। শুধু বোমা নয়, গাজাবাসীর জীবন এখন আটকে আছে আরেকটি নীরব বিপর্যয়ের মুখে—ময়লা ও বর্জ্যরে ভয়াবহ স্তূপে। ইসরাইলের টানা বোমাবর্ষণ, অবরোধ ও অবকাঠোমো ধ্বংসের ফলে বর্জ্যরে পাহাড়ে ডুবে গেছে।

ভূমধ্যসাগর তীরবর্তী এ শহর এখন লাখ লাখ টন বর্জ্যরে ভাগাড়। যুদ্ধবিধ্বস্ত এ নগরীর অলিগলি, রাস্তা-ঘরবাড়ির আনাচে-কানাচে এখন বর্জ্য। যার জেরে বেড়েই চলেছে প্রাণঘাতী রোগ, তীব্র দুর্গন্ধ এবং চরম মানবিক সংকট। পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থাটুকুও আর অবশিষ্ট নেই সেখানে। বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, আশ্রয়কেন্দ্র, এমনকি বাসস্থানগুলোও এখন একেকটা জীবাণু খনিতে পরিণত হয়েছে। ফলে শিশুদের গায়ে ফুসকুড়ি, শ্বাসকষ্ট, চর্মরোগ এবং সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। এ নীরব সংকট এখন যুদ্ধের সমান ভয়ংকর হয়ে উঠেছে। মিডল ইস্ট আই।

ইসরাইলি অবরোধে ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে গাজায়। শহরের রাস্তাজুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টন বর্জ্য জমে আছে। যেগুলো থেকে বড় ধরনের রোগ ছড়ানোর আশঙ্কা বেড়েছে। গাজার পৌরসভা জানিয়েছে, তাদের কর্মীরা দিনরাত চেষ্টা করেও শুধু প্রধান সড়কগুলোই পরিষ্কার রাখতে পারছে। তাও খুব সীমিতভাবে। কারণ, পর্যাপ্ত গাড়ি, তেল, এমনকি যন্ত্রপাতির যে কোনো খুচরা যন্ত্রাংশও নেই তাদের কাছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, গাজার প্রধান বর্জ্য ফেলার জায়গা জাহর আল-দিক এলাকায় ঢুকতে দিচ্ছে না ইসরাইলি সেনারা। পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না বলেছেন, শহরটা আবর্জনায় ডুবে যাচ্ছে। রাস্তায় প্রায় ১ লাখ ৭৫ হাজার টন বর্জ্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না।

ইসরাইলের অবরোধের কারণে শুধু বর্জ্য নয়, যুদ্ধের ধ্বংসাবশেষও গাজার আরেকটি বড় সমস্যা। গত কয়েক মাসের হামলায় গাজায় প্রায় ১ কোটি ৫০ লাখ টন ধ্বংসস্তূপ জমে গেছে। এগুলো সরাতে দরকার ভারী যন্ত্রপাতি। কিন্তু সেসব ঢুকতে দিচ্ছে না ইসরাইলি বাহিনী। পৌরসভা আন্তর্জাতিক সহায়তা চেয়েছে, যাতে অন্তত বর্জ্য পরিষ্কারের যন্ত্রপাতি ও গাড়ি ঢুকতে দেওয়া হয়। তা না হলে, গাজার দুই মিলিয়ন মানুষের জন্য বড় ধরনের রোগ ও মহামারির ঝুঁকি তৈরি হবে।

ইতোমধ্যে ভয়াবহ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন গাজার দক্ষিণে খান ইউনিসের মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে বাস করা এসব মানুষের চারপাশে জমে আছে ময়লা, আবর্জনা এবং মৃত পশুর দেহ। এ পরিস্থিতি থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাড়ছে মশা-মাছির উপদ্রব। ফলে ত্বক ও শ্বাসযন্ত্রের মারাত্মক রোগে ভুগছেন বাসিন্দারা। এ এলাকার বাসিন্দা উম ইয়াসির দাউদ বলেছেন, আমি হাঁপানির রোগী। বাতাসে আসা দুর্গন্ধে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। চারদিকে রোগ ছড়িয়ে পড়ছে। গাজা শহরের আল-সাহা এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু দান জানিয়েছেন, আমার চার মাসের মেয়ের শরীরে ছোট ছোট ফোসকা আর চুলকানি হচ্ছে।

এর আগে গত এপ্রিলে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) সতর্ক করে বলেছে, গাজায় শিশু ও পরিবারগুলো চরম পুষ্টিহীনতা, অসহ্যকর গরম, অপরিষ্কার পরিবেশ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আছে। হাজার হাজার মানুষ বসবাস করা গাজার উপকূলীয় শিবির আল-মাওয়াসিতে বর্জ্যরে পরিমাণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইউএনআরডব্লিউএ-এর সিনিয়র জরুরি কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেছেন, ‘ময়লা, নর্দমা, ইঁদুর, পোকামাকড়—এসব প্রাণী মানুষের আশ্রয়স্থলগুলোয় ঘোরাফেরা করছে।’ দেড় বছর ধরে চলা যুদ্ধের কারণে গাজার মানবিক সংকট তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রায় দুই মিলিয়ন মানুষকে একত্রে শাস্তি দেওয়া হচ্ছে সেখানে।

গাজার কৃষি ও পরিবেশ ধ্বংস নিয়ে একটি নতুন ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। এতে বলা হয়েছে, গাজার উর্বর জমিগুলো পরিকল্পিতভাবে লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। এ কারণে খাদ্য উৎপাদন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, গাজার ৭৫ শতাংশ মানুষের খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। একসময় গাজা নিজের চাহিদার ৬০ শতাংশ খাদ্য নিজেই উৎপাদন করত। কিন্তু সেই কৃষি খাত এখন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ লাখ ২ হাজার ডুনাম (প্রায় ২৫ হাজার একর) কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাফাহ ও খান ইউনিস এলাকার অসংখ্য সেচক‚প বোমা মেরে ধ্বংস করা হয়েছে। আগুন লাগিয়ে অনেক জমিকে বিষাক্ত ও চাষের অযোগ্য করে তোলা হয়েছে। ট্যাংক দিয়ে চাষযোগ্য মাটির উপরের স্তর চ্যাপ্টা করে দেওয়া হয়েছে। যাতে সেচব্যবস্থা ও ফসল উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রতিবেদনটি বলছে, এ ক্ষতিগুলো কেবল যুদ্ধের ‘দুর্ঘটনা’ নয়, এটি জীবনধারণের সক্ষমতা মুছে ফেলার একটি পরিকল্পিত প্রয়াস। বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানিয়েছে, এখন গাজার প্রতি চারজনের মধ্যে তিনজন মানুষ দুর্ভিক্ষের মতো অবস্থার মধ্যে দিন পার করছে। যারা প্রায় পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত মার্চ থেকে ইসরাইলের পূর্ণ অবরোধে গাজায় খাদ্য, পানি ও ওষুধ প্রবেশ বন্ধ হয়ে গেছে। ফলে গাজার মানুষ এখন মারাত্মক দুর্ভিক্ষ, অনাহার এবং চিকিৎসাহীন অবস্থায় দিন কাটাচ্ছে। যদিও এখন ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT