ইরানের পক্ষে এরদোয়ানের জোরালো অবস্থান
প্রকাশিত : ০৮:২০ পূর্বাহ্ণ, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার ৫৬ বার পঠিত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান বৈধ আত্মরক্ষায় নিযুক্ত রয়েছে।
তিনি বলেছেন, ইসরায়েলের হামলায় ইরানে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং যেসব হামলা চিকিৎসাকর্মী, সংবাদ সংস্থা ও আবাসিক এলাকাগুলোকে টার্গেট করেছে।
“এই হামলাগুলো সংঘটিত হয়েছে সেই সময় যখন ইরানি পারমাণবিক আলোচনা চলছিল,” যোগ করেন এরদোয়ান।
ইসরায়েলের কঠোর সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, “ইসরায়েল, যার পারমাণবিক অস্ত্র আছে এবং যে দেশটি কোনো আন্তর্জাতিক নিয়ম মানে না, আলোচনা শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।”
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।