মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জহিরকে বিয়ে করতে চান, শুনে কী বলেছিলেন সাগরিকার বাবা-মা

প্রকাশিত : ০৯:০৩ পূর্বাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার ৯৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দর্শক তাকে প্রথম দেখেছিল হকিস্টিক হাতে। চিনেছিল ‘চক দে ইন্ডিয়া’-র ‘প্রীতি সভরওয়াল’ নামে। পর্দার বাইরেও তিনি ছিলেন হকি খেলোয়াড়। পরবর্তী ব্যক্তিগত জীবনেও সাগরিকা ঘাটগে বাঁধা পড়েন খেলার সঙ্গেই। ক্রিকেটতারকা জহির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাগরিকা। তিন বছর প্রেম করার পর বয়সে আট বছরের বড় জহিরকে বিয়ে করেন ২০১৭ সালের নভেম্বর মাসে। নিজে মরাঠি, ভিন্‌ধর্মের ছেলে জ়াহিরকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করতে কী বলেন অভিনেত্রীর বাবা-মা?

হিন্দু ধর্মে বিয়ে অথবা মুসলিম ধর্মবিশ্বাস অনুযায়ী নিকাহ, দুটিই সযত্নে এড়িয়ে গিয়েছিলেন তারা। পরিবর্তে তারা শুধুই রেজিস্ট্রি ম্যারেজ করেন। ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে তাদের পরিবারে কোনো আপত্তি ছিল না। জানিয়েছিলেন, জহির এবং সাগরিকা দুজনেই। তাদের অভিভাবকেরা ধর্মের তুলনায় প্রাধান্য দিয়েছিলেন যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের ওপরেই। সাগরিকার বলেন, আমার বাবা-মা খুব প্রগতিশীল। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ঠিকই, তবে আমার মনে হয়, আমার জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। যার সঙ্গে আমি থাকব, তার সঙ্গে যাতে জীবনটা ভাল ভাবে কাটাতে পারি।

তবে জহির এবং সাগরিকার প্রেমের পথ মসৃণ করেছেন তাদের বন্ধুরা। প্রথম আলাপের পরে দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হন। বেশ কয়েক দিন সম্পর্ক সীমাবদ্ধ ছিল শুধু শুভেচ্ছা বিনিময়ে। সময়ের সঙ্গে তার ঘনিষ্ট হন। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে সম্পর্ক পরিণতির পথে এগিয়ে নিয়ে যান। এই মুহূর্তে এক সন্তানের বাবা-মা তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT