বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক

প্রকাশিত : ০৮:২৩ পূর্বাহ্ণ, ৫ অক্টোবর ২০২৫ রবিবার ১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারে নতুন এক মাইলফলকের দ্বারপ্রান্তে। দেশের হয়ে তিন ফরম্যাটে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার তিনি অপেক্ষা করছেন শততম টেস্ট খেলার। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করলে সামনে আসে এই ঐতিহাসিক সুযোগের বিষয়টি।

সফরসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, এ ম্যাচেই শততম টেস্ট খেলবেন মুশফিক।

এর আগে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কেউ শততম টেস্ট খেলেননি। ৯৮টি টেস্টে এখন পর্যন্ত মুশফিক করেছেন ৬ হাজার ৩২৮ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি। তিনি এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাই টেস্ট ক্রিকেটেই তার পুরো মনোযোগ।

দুই টেস্ট শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল যাবে চট্টগ্রামে, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT