শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে!

প্রকাশিত : ০৪:১৩ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ১৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুজন দুই ভিন্ন জগতের তারকা। দুজনকে একসঙ্গে দেখতে পাওয়াটা অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। বড় অঙ্কের অর্থে এ জুটিকে বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েও সূচি পায় না অনেক প্রতিষ্ঠান। সেখানে কি না একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হলো বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। এমনই এক তথ্য ফাঁস করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ।

তিনি জানান, নিউজিল্যান্ডে একই সময়ে ভারতের নারী ও পুরুষ দলের সিরিজ চলছিল ভিন্ন দুই দলের বিপক্ষে। সেই সময় কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমিমা। সেখানে ছিলেন স্মৃতি মন্ধানাও। হোটেলের একটি ক্যাফেতে দেখা হয়েছিল তাদের।

আলোচনা চলাকালেই তাদের সঙ্গে যোগ দেন বিরাটের স্ত্রী আনুশকা। সে হোটেলেই ছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তারা। আড্ডা জমে উঠেছিল, তখনই ঘটে ছন্দপতন।

জেমিমা বলেন, ‘দেখে মনে হচ্ছিল আমরা ছোটবেলার বন্ধু, যাদের অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু একটা কারণেই আমাদের এই আলোচনা থামাতে হয়েছিল। ক্যাফের লোকেরা আমাদের বের করে দিয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে ওখানে বসেছিলাম। তাই ওরা আমাদের চলে যেতে বলে।’

সামনেই ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবেন জেমিমা ও মান্ধানা। এবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাদের। অন্যদিকে কোহলি এখন ক্রিকেটের বাইরে। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন তিনি। আপাতত খেলা না থাকায় লন্ডনে সপরিবারে ছুটি কাটাচ্ছেন কোহলি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT