আফগানদের ব্যাটিং দুর্দশায় জয়ে শুরু পাকিস্তানের
প্রকাশিত : ০৫:৪৭ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০২৫ শনিবার ১২ বার পঠিত
মিডল অর্ডারে মাত্র ৪ রানে আফগানিস্তানের ৫ উইকেট পতনে জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে জয় পেয়েছে পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান তুলে পাকিস্তান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে সাবধানী হয় তারা। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ২১, সাইম আইয়ুব ১৪, ফখর জামান ২০ ও হাসান নাওয়াজ ৯ রানে ফিরেন।
৮৩ রানে চতুর্থ উইকেট পতনের পর পাকিস্তানের বড় সংগ্রহের পথ তৈরি করেন অধিনায়ক সালমান আঘা ও মোহাম্মদ নাওয়াজ। পঞ্চম উইকেটে সালমান ও নাওয়াজের ২৭ বলে ৫৩ রানের ঝড়ো জুটিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৩টি করে চার-ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৫৩ রান করেন সালমান। ১১ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন নাওয়াজ। শেষ দিকে মোহাম্মদ হারিস ১৫ ও ফাহিম আশরাফ ১৪ রান করেন।
জবাবে ১১ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলে ভালভাবেই লড়াইয়ে ছিল আফগানিস্তান। কিন্তু ১২তম ওভার থেকে পথ হারায় আফগানরা। পাকিস্তান পেসার হারিস রউফের এক ওভারে ২ উইকেট হারায় তারা। এরপর ১৩ থেকে ১৫তম ওভারে আরও ৩ ব্যাটারকে হারিয়ে ৭ উইকেটে ৯৭ রান তুলে আফগানিস্তান। ১৭ বলে মাত্র ৪ রানে ৫ উইকেট পতনে বড় ব্যবধানে হারের মুখে ছিটকে পড়ে আফগানরা।
শেষদিকে অধিনায়ক রশিদ খানের ১টি চার ও ৫টি ছক্কায় ১৬ বলে ৩৯ রানের সুবাদে হারের ব্যবধান কমাতে পারে আফগানিস্তান। ইনিংসের ১ বল বাকী থাকতে ১৪৩ রানে অলআউট হয় আফগানরা।
রশিদের পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ৩১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রাখেন রউফ। ম্যাচ সেরা হন সালমান।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) রাতে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।