প্রথম ম্যাচেই কি পরীক্ষা-নিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ
প্রকাশিত : ০৫:৪৬ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০২৫ শনিবার ১২ বার পঠিত
‘প্রস্তুতির সিরিজ’, আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্যাগলাইনই বলা চলে এটাকে। দুই দলই এই সিরিজকে দেখছে প্রস্তুতির মঞ্চ হিসেবে, বাংলাদেশের কাছে এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির আর ডাচদের কাছে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাই বড় হয়ে উঠছে।
প্রস্তুতির সিরিজই যেহেতু, সেহেতু তো অনেক বেশি পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই প্রশ্ন উঠছে, প্রথম ম্যাচ থেকেই কি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ? পারফর্ম করে স্কোয়াডে জায়গা করে নেওয়া সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানরা সুযোগ পাবেন কি না, তা নিয়েও কৌতূহলের শেষ নেই।
তবে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স কিংবা তারও আগে অধিনায়ক লিটন দাস যেভাবে জয়টাকেই মূখ্য উদ্দেশ্য হিসেবে দেখলেন, তাতে পরীক্ষানিরীক্ষার আভাস মিলছে সামান্যই। পারভেজ হোসেন ইমন চোট কাটিয়ে ম্যাচফিট হয়ে গেছেন, সঙ্গে শামীম পাটোয়ারীও সুস্থ পুরোপুরি। ফলে ব্যাটিং লাইন আপ থাকছে আগের মতোই।
পেস আক্রমণ সাজানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে দিয়ে। তৃতীয় সিমার হিসেবে থাকতে পারেন সাইফউদ্দীন। রিশাদ হোসেনের সঙ্গে অফ স্পিনার শেখ মাহেদীর জায়গা হতে পারে একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।