হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা
প্রকাশিত : ০৮:৩৪ পূর্বাহ্ণ, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার ২৫ বার পঠিত
জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা অলরাউন্ডারকে আগেই বাংলাদেশ সিরিজের ওয়ানডে থেকে ছিটকে যেতে হয়েছিল, এবার দুই ম্যাচের জিম্বাবুয়ে সিরিজেও তাকে পাচ্ছে না লঙ্কানরা।
চরিথ আসালাঙ্কার নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন টপ-অর্ডারের ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো। সর্বশেষ ২০২৪ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ২২ বছর বয়সী পাভান রথনায়েকে।
বাংলাদেশ সিরিজে খেলা অবিষ্কা ফার্নান্দো ও ইশান মালিঙ্গাকে এবার রাখা হয়নি দলে। তবে পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ও নিশান মাদুশকা থাকছেন ব্যাটিং লাইনআপে।
বোলিং আক্রমণে গতি ও স্পিনের ভারসাম্য রেখেছে শ্রীলঙ্কা। দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা ও আসিথা ফার্নান্দো নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। স্পিন বিভাগে আছেন মাহিশ থিকশানা, দুর্নিথ ওয়েল্লালাগে ও জেফ্রি ভান্ডারসে।
হারারেতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ আগস্ট। এর পর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
শ্রীলঙ্কা ওয়ানডে দল:
চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, দুর্নিথ ওয়েল্লালাগে, মিলান রথনায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।