রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের বিচারপতিসহ পরিবারের ভিসা বাতিল করলেন যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯:৩৬ পূর্বাহ্ণ, ২০ জুলাই ২০২৫ রবিবার ৪০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে ঘোষণা করেছেন যে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার আদালতের মিত্র এবং তাদের নিকট আত্মীয়দের ভিসা বাতিল করা হয়েছে।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান ‘রাজনৈতিক খোঁজাখুঁজি ও নিপীড়নের’ প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প] স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন এমন বিদেশি নাগরিকদের জবাবদিহির আওতায় আনবে, যারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মতপ্রকাশের অধিকার দমন করছে।’

তিনি আরও লেখেন, ‘ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বোলসোনারোর বিরুদ্ধে যে রাজনৈতিক জাদুবিদ্যার শিকার চালাচ্ছেন, তা এমন এক দমন ও সেন্সরশিপ কাঠামো তৈরি করেছে যা কেবল ব্রাজিলিয়ানদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে না, বরং ব্রাজিলের সীমা ছাড়িয়ে আমেরিকানদেরকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।’

রুবিও বলেন, ‘সেই কারণে আমি মোরায়েস, আদালতের তার সহযোগী বিচারপতি এবং তাদের নিকটাত্মীয়দের ভিসা বাতিলের নির্দেশ দিয়েছি, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।’

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ব্রাজিলের শীর্ষ আদালত বোলসোনারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তল্লাশি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশে তাকে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয় এবং পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তার পায়ে নজরদারি ডিভাইস পরিয়ে দেয়।

শুক্রবার আদালতের এক রায়ে বিচারপতি মোরায়েস বোলসোনারোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি যুক্তি দেন, সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে পারেন—যা বোলসোনারো অস্বীকার করেছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিলের ওপর চাপ বাড়িয়ে হুমকি দেন, বোলসোনারোর বিচার অব্যাহত থাকলে দক্ষিণ আমেরিকার এই দেশের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

৭০ বছর বয়সী বোলসোনারো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি চরম অপমানিত বোধ করছি,আমি চার বছর দেশের প্রেসিডেন্ট ছিলাম।’

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের চেষ্টার অভিযোগে বোলসোনারো ও তার কিছু মিত্রকে গত ফেব্রুয়ারিতে অভিযুক্ত করা হয়। তারা দাবি করেন, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে আদালত বোলসোনারোকে ২০৩০ সাল পর্যন্ত যেকোনো নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT