রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তিনবার এগিয়েও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

প্রকাশিত : ০৮:৫৯ পূর্বাহ্ণ, ১২ জুলাই ২০২৫ শনিবার ৫৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৬-৪ গোলে জাপানের কাছে হেরেছে বাংলাদেশের কিশোররা।
অন্য সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।

চীনের ডাজুতে প্রথম কোয়ার্টারে ২ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের খাতা খোলেন দ্বীন ইসলাম। ১২ মিনিটে ইসমাইল হোসেন লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ হয়।

তবে দ্বিতীয় কোয়ার্টারেই সে দুই গোল শোধ করে সমতা ফেরায় জাপান। ৩০ মিনিটে অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহর গোলে আবারও লিড পায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জমে ওঠে খেলা। ৪৬ মিনিটে জাপান সমতা ফেরালেও ৪৭ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৪-৩ করেন অমিত হাসান। সেই লিড আর বাংলাদেশ ধরে রাখতে পারেনি। শেষ ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জাপান।

আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT