বিমান দুর্ঘটনায় কাছের মানুষ হারালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি
প্রকাশিত : ০৯:৩৪ পূর্বাহ্ণ, ১৪ জুন ২০২৫ শনিবার ৬৯ বার পঠিত
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিমানে থাকে প্রায় সবাই মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় চাচাতো ভাইকে হারালেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
ভরতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানের সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর। সহকারী পাইলট কুন্দর অভিনেতা বিক্রান্তের চাচাতো ভাই। প্রিয়জনের মৃত্যু বেদনার্ত অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত এক শোকবার্তায় লিখেছেন, ‘কাকা, তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। বিমান বিধ্বস্তের ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদেরও শক্তি দিন।’
বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। টেক অফের পর মাত্র ১৯ মিনিট, সাত কিলোমিটার দূরত্বেই বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন ভারতের একাধিক গণমাধ্যম।
গতকাল বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানটি একটি মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। ওই মেডিকেলের অন্তত ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























