শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হলো: সাবিলা নূর
প্রকাশিত : ০৬:১২ পূর্বাহ্ণ, ৭ জুন ২০২৫ শনিবার ৫৮ বার পঠিত
বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবিলা নূরের। রায়হান রাফীর নির্মিত ‘তাণ্ডব’ দিয়ে সিনেমা জগত শুরু তার। এরইমধ্যে তিনি ‘লিচুর বাগানে’ আইটেম গান দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই গান বেশ প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বৃহস্পতিবার ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জীবনের প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অভিনয় নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাবিলা।
সাবিলা বলেন, যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সবার স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি।
তিনি বলেন, আমি এর আগেও বলেছি, আমি যখন বড় পর্দায় কাজ করবো, এমন একটি সিনেমা দিয়ে কাজ করা শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমি ফিল করি, আমি খুবই ভাগ্যবান। কারণ, প্রথমেই এমন এক বিশাল অ্যারেজমেন্টের সিনেমায় কাজ করতে পারছি।
কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষ করে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার।
আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।