রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় রাজস্থানের

প্রকাশিত : ০৮:৪২ পূর্বাহ্ণ, ৬ এপ্রিল ২০২৫ রবিবার ১০৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ম্যাচের শুরুতেই জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। সেখানেই ঠাণ্ডা মাথায় ফিনিশ করলেন রাজস্থানের বোলাররা। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের বোলারদের মাথা তুলে দাঁড়াতে দেননি যশস্বী, সঞ্জু, রিয়ানরা। ৪ উইকেটে ২০৫ তোলে রাজস্থান।

দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন জোফ্রা আর্চার, হাসারাঙ্গারা। একাই ৩ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন পাঞ্জাবের ব্যাটিং লাইন-আপ। ব্যর্থ হলো নেহাল ওয়াধেরা, ম্যাক্সওয়েলের মরিয়া চেষ্টা। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাঞ্জাব।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ঘরের মাঠে রান তাড়া করে জেতাই লক্ষ্য ছিল তার। নিজেও ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ পাঞ্জাবের বোলাররা। শুরু থেকেই বড় পার্টনারশিপ গড়ে তোলে রাজস্থান। ওপেনিং জুটিতে ৮৯ রান তোলেন যশস্বী জয়সোয়াল এবং সঞ্জু স্যামসন। ৩৮ রানে সঞ্জুকে আউট করে জুটি ভাঙেন লোকি ফার্গুসন। তবে দমেননি যশস্বী।

প্রথম তিন ম্যাচে বড় রান না পেলেও শনিবার ফিরলেন ছন্দে। চলতি আইপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন সেই ফার্গুসনের বলে।

গত ম্যাচে বড় রান পাওয়া নীতীশ রানা আজ ফেরেন ১২ করে। পাঁচে নেমে হেটমেয়ের করেন ২০ রান। তবে শেষ পর্যন্ত টিকে থাকেন রিয়ান পরাগ। ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান।

জবাবে রানতাড়া করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পাঞ্জাব কিংস। প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে বোল্ড করেন জোফ্রা আর্চার। শ্রেয়স নেমে দুটি বাউন্ডারি মারলেও প্রথম ওভারের শেষ বলে তার উইকেট তুলে নেন আর্চার। প্রথম তিন ম্যাচের সমালোচনার জবাব যেন প্রথম ওভারেই দিলেন ইংল্যান্ডের এই পেসার। মাত্র ১ রানে আউট হন মার্কাস স্টোইনিস। প্রভসিমরন সিং ফেরেন ১৭ করে।

৪৩-৪ স্কোর থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং নেহাল ওয়াধেরা। ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। একটা সময় ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল পাঞ্জাব। কিন্তু পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে রাজস্থান। ৪১ বলে ৬২ রানে আউট হন নেহাল। ম্যাক্সওয়েল ফেরেন ২১ বলে ৩০ করে। শেষে ১৫৫ রানে থামে পাঞ্জাব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT