রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নীতীশ-হাসারাঙ্গার কাছেই হেরে গেল ধোনির চেন্নাই

প্রকাশিত : ০৫:১২ পূর্বাহ্ণ, ৩১ মার্চ ২০২৫ সোমবার ৯৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আইপিএলে সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংস হেরেছে বাজেভাবে। সেই ম্যাচে ধোনির ৯ নম্বরে নামা নিয়েও কথা হয়েছে অনেক। এসবের জবাব দিতে রাজস্থান রয়্যালসকে হারাতে হতো ধোনির চেন্নাইকে। এ ম্যাচে ধোনিকে ব্যাটিংয়ে প্রমোশনও দেওয়া হয়। তবে দিনশেষে কিছুই কাজে আসেনি। হার এড়াতে পারেনি ধোনির চেন্নাই।

এদিন লক্ষ্য তাড়া করতে ৭ নম্বরে ব্যাট করতে নেমে একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৬ রান করেন ধোনি। তবে এসব কোনো কাজে আসেনি। ম্যাচ জমিয়ে তোলার আভাস দিলেও শেষ পর্যন্ত ৬ রানে হেরেছে ধোনির দল।

গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। যেখানে ৩৬ বলে ৮১ রান করেন নীতীশ। জবাবে চেন্নাই ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। বোলিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৫ রানে ৪ উইকেটে নিয়ে ব্যবধান গড়ে দেন।

এবারের আইপিএলে এটিই রাজস্থানের প্রথম জয়। আর চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার। আজকের জয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে তলানিতে নামিয়ে পয়েন্ট তালিকার নয়ে উঠে এসেছে রাজস্থান। চেন্নাই আছে সাতে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT