রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

চীনের তৈরি জে-১০সিই সিরিজের মাল্টিরোল যুদ্ধবিমান হাতে পেয়েছে মিশর

প্রকাশিত : ১০:৩০ পূর্বাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার ৭০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার প্রথম ব্যাচে কয়েকটি চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল জে-১০সিই অ্যাডভান্স যুদ্ধবিমান হাতে পেয়েছে মিশরের বিমান বাহিনী। মূলত আমেরিকার এবং তার নিয়ন্ত্রিত পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীলতা হ্রাস করতেই মিশরের আবদেল ফাত্তা আল সিসি সরকার চীনের কাছ থেকে বড় ধরনের সামরিক সাজ-সরঞ্জাম কেনার পথে হাঁটছে।
যার আওতায় গত ২০২৪ সালের আগস্ট মাসেই চীনের কাছ থেকে আনুমানিক ২৪টি থেকে ৩৬টি জে-১০সিই সিরিজের সিঙ্গেল ইঞ্জিনের যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি সম্পন্ন করে মিশর। আর নতুন সরবরাহ করা জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের চুক্তিমূল্য কত হতে পারে তা নিয়ে চীন কিংবা মিশরের তরফে কোন ধরনের তথ্য প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে মিশর তার বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে এই যুদ্ধবিমান ক্রয়ের জন্য আনুমানিক ২ বিলিয়ন ডলার বা তার কাছাকাছি পরিমাণ অর্থ ব্যয় করতে পারে।

তবে মিশর কিন্তু এবার তার নিজস্ব চাহিদামাফিক নতুন যুদ্ধবিমানের জন্য অজানা সংখ্যক চীনের তৈরি লং রেঞ্জের পিএল-১৫ই এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইল সংগ্রহের বিষয়টি সবার আগেই নিশ্চিত করেছে। বিশেষ করে খুব সম্ভবত লং রেঞ্জের পিএল-১৫ এয়ার টু এয়ার মিসাইলের এক্সপোর্ট ভার্সন ১৪৫ কিলোমিটার রেঞ্জের পিএল-১৫ই সিরিজের এয়ার টু এয়ার (বিয়োন্ড ভিজুয়্যাল রেঞ্জ) মিসাইলের সরবরাহ হাতে পেয়েছে মিশর।

বর্তমানে সারা বিশ্বের মধ্যে বিয়োন্ড ভিজুয়্যাল রেঞ্জ (বিভিআর) মিসাইল ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং এর প্রতিযোগিতায় আমেরিকার তৈরি ১৬২ কিলোমিটার রেঞ্জের এআইএম-১২০সি-৭/৮ এয়ার টু এয়ার মিসাইলের পাশাপাশি ১১০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার রেঞ্জের ফ্রান্সের মেটওর, রাশিয়ার আর-৭৭ এবং চীনের পিএল-১৫ সিরিজের (বিভিআর) এয়ার টু এয়ার মিসাইল সার্ভিসে এসেছে। তবে চীনের মিডিয়ায় পিএল-১৫ এয়ার টু এয়ার মিসাইলের রেঞ্জ ৩০০ কিলোমিটারের অধিক বলা হলেও পিএল-১৫ই সিরিজের এক্সপোর্ট ভার্সন (বিভিআর) মিসাইলের রেঞ্জ ১৪৫ কিলোমিটার দেখানো হয়েছে।

গত ২০২২ সালের দিকে মিশর তার বিমান বাহিনীর অতি পুরোনো ২১৮টি এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়। তবে আমেরিকার প্রশাসন কিন্তু ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে এমন প্রবল আশাঙ্খায় মিশরের বিমান বাহিনীর পুরোনো এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়ন ও তার পাশাপাশি উন্নত এভিয়নিক্স সিস্টেম, রাডার, অস্ত্র ও লং রেঞ্জের এআইএম-১২০ (বিভিআর) এয়ার টু এয়ার মিসাইল সরবরাহে চরম অনীহা প্রকাশ করতে থাকে।

যার ফলে মিশর এবার তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় পুরোনো এফ-১৬ যুদ্ধবিমান পর্যায়ক্রমে অবসরে পাঠিয়ে তার স্থলে পর্যায়ক্রমে অজানা সংখ্যক ব্রান্ড নিউ মাল্টিরোল জে-১০সিই সিরিজের যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে মিশরের বিমান বাহিনীর প্রথম সারির এয়ার ফ্রন্ট লাইন জেট ফাইটার হিসেবে অতি পুরোনো এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে মোট ২১৮টি।

পাশাপাশি তাদের বিমান বহরে হাইলি অ্যাডভান্স রাফালে রয়েছে ২৪টি এবং দেশটি নতুন করে ৪.৮ বিলিয়ন ডলার ব্যয়ে আরও ৩০টি রাফালে (এফ-৪) সিরিজের যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করে রেখেছে। তাছাড়া তাদের এয়ার ফ্লিটে মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে ৪৩টি, মিরেজ-২০০০ যুদ্ধবিমান রয়েছে ১৯টি, অতি পুরোনো মিরেজ-৫ রয়েছে ৮১টি এবং লাইট গ্রাউন্ড অ্যাটাক আলফা জেট রয়েছে ১৮টি। যা সংখ্যার দিক দিয়ে মিশরকে এগিয়ে রাখলেও বাস্তবে এয়ার কমব্যাট ফ্লিট এবং প্রযুক্তিগত সক্ষমতার এক হতাশার চিত্র ফুটে উঠেছে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, বুলগেরিয়ান মিলিটারি, ইউরেশিয়ান টাইমস।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT