দেশে যার যা ইচ্ছা তাই করছে : নিলয়
প্রকাশিত : ১০:২৮ পূর্বাহ্ণ, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার ১০২ বার পঠিত
ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তিনি।
নিলয় আলমগীর তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে অভিনেতা উল্লেখ করেছেন, ‘দেশে যার যা ইচ্ছা তাই করছে।’
পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘দেশে যার যা ইচ্ছা তাই করছে। জাপান গার্ডেন সিটির লোকজন এতই সভ্য যে তারা কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলতেসে। আল্লাহর সৃষ্টির সাথে এই অবিচার।’
মূলত মোহাম্মদপুর জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলছে। সালমা নামে এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেছেন এ অভিনেতা।
নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত
যেখানে সালমা একটি ছবি শেয়ার করে বলেন, ‘আল্লাহর দোহায় লাগে ‘মোহাম্মদপুর জাপান গার্ডেন’ এর আশপাশে কেউ থাকলে একটু হেল্প করেন। কুকুর গুলোকে বিষ দিয়ে মেরে ফেলছে। দয়া করে যারাই কাছাকাছি আছেন একটু লোকেশনে যান।’
প্রসঙ্গত, ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























