বাফুফেকে জরিমানা করল ফিফা
প্রকাশিত : ০৮:৪৪ পূর্বাহ্ণ, ১৯ আগস্ট ২০২৪ সোমবার ৯২ বার পঠিত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
জানা গেছে, গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস অ্যারেনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়েছিল। আর সে কারণেই বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজন করতে গিয়ে প্রায়ই জরিমানার মুখ পড়তে হচ্ছে বাফুফেকে। বিশ্বকাপ বাছাইয়ের অন্য ম্যাচেও জরিমানা দিতে হয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে।
অস্ট্রেলিয়া ম্যাচে শাস্তির বিষয়টি তাই অনুমেয়-ই ছিল। বাফুফে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাফুফের একাধিক কর্মকর্তা ফিফার নিষেধাজ্ঞা, জরিমানার শিকার হয়েছেন। বাফুফেকেও নানা কারণে ফিফার আর্থিক শাস্তির মুখে পড়তে হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।