ঢাকাই সিনেমার নায়কদের যেভাবে মূল্যায়ন করেন নাদিয়া
প্রকাশিত : ০৭:৫৯ পূর্বাহ্ণ, ১১ মে ২০২৪ শনিবার ১১২ বার পঠিত
নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকে অভিনয় নিয়ে। ছোটবেলা থেকেই নাদিয়া নৃত্যেও বেশ পারদর্শী। এখনো নাচ করেন। নৃত্য ও অভিনয় দুটিই সমানতালে করে যাচ্ছেন। দুই জায়গায় রয়েছে তার বেশ সুনাম।
এদিকে সিনেমায় অভিনয় না করলেও সিনেমা নিয়ে খোঁজ-খবর নিয়মিতই রাখেন এ অভিনেত্রী। স্বভাবতই সিনেমায় কারা এখন আলোচনায় আছেন কিংবা সেরার মুকুটের লড়াইয়ে মাঠে কারা আছেন সেটাও তার জানা।
ঢাকাই সিনেমার এ মুহূর্তের সেরা নায়ক কে? এমন প্রশ্নের জবাবে নাদিয়া বলেন, ‘এখন পর্যন্ত এটা স্বীকার করতেই হবে শাকিব খান সেরা। তিনি অনেক বছর ধরে কাজ করে আজকের অবস্থানে এসেছেন। এত বছর ধরে তিনি নাম্বার ওয়ান হয়ে আছেন এটা কিন্তু কম অধ্যাবসায়ের কথা নয়।’
অন্যদের প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এছাড়া আমাদের আরেফিন শুভও কিন্তু অসাধারণ একজন পারফর্মার। তার অসংখ্য ভক্ত আছে। আফরান নিশো ভাই কাজ করেছেন। চঞ্চল ভাই দীর্ঘদিন ধরেই কাজ করছেন। আমাদের নাটকের অনেকেই ফিল্মে কাজ করছেন। নাটক থেকে যারা সিনেমায় গেছেন তারা কিন্তু ভালো কাজ করছেন। তাদের দর্শক চাহিদা রয়েছে অনেক। এ ছাড়াও নতুন করে অনেকেই আসছে। সবাই ভালো করা চেষ্টা করছেন।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।