রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সেমিফাইনাল?

প্রকাশিত : ০৮:২৬ পূর্বাহ্ণ, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ১৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

একদিনের ক্রিকেট বিশ্বকাপে লিগপর্ব শেষ হওয়ার পথে। সোমবার বিশ্বকাপের ৩৮তম ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি হয় দিল্লিতে। লিগ পর্যায়ে এখনো সাত ম্যাচ বাকি রয়েছে।

এবারের এই মেগা টুর্নামেন্টে ভারত ছাড়া দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নকআউটপর্বে পৌঁছে গেছে। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। সেমিফাইনালে বাকি দুটি ম্যাচের জন্য আপাতত ছয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইতোমধ্যে জল্পনা

শুরু হয়েছে যে, এই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ও পাকিস্তান আরও একবার সম্মুখসমরে নামতে পারে।

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পাকিস্তান আপাতত পাঁচ নম্বরে রয়েছে। তাদের অবস্থাও নিউজিল্যান্ডের মতোই। যদিও পাকিস্তান আগের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এই পরিস্থিতিতে তাদের লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো মূল্যে জিততেই হবে। শুধু তাই নয়, বাবর আজমের দলকে ওই ম্যাচে একটা বড় ব্যবধানে জিততে হবে।

পাকিস্তানের নেট রানরেট ০.০৩৬। নিউজিল্যান্ডের ০.৩৯৮। যদি পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে তারা নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা এবং নেদারল্যান্ডসেরও পরাজয় চাইবে। বাবর আজমের দল ১১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনে খেলবে।

যদি পাকিস্তান ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে পয়েন্ট টেবিলের শেষ চারে তারা জায়গা করে নিতে পারে। আর ভারত যেহেতু পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে, সে কারণে চতুর্থ স্থানে থাকা দলের সঙ্গেই তাদের প্রথম সেমিফাইনাল খেলতে হবে। আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। যদি সেটাই হয়, তাহলে পাকিস্তানকে দুরমুশ করার আরও একটা সুযোগ যে ভারতের সামনে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT