রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রোমাঞ্চকর : চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

প্রকাশিত : ০৮:১৩ পূর্বাহ্ণ, ৫ জুন ২০২৩ সোমবার ১৫৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া সত্যি গৌরবের বিষয়।

জানা যায়. গতকাল শনিবার রাতে রোমাঞ্চকর এক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল উপভোগ করেছে ফুটবল ভক্তরা। আর এ রোমাঞ্চের কৃতিত্ব পুরোটাই বার্সেলোনার। পিছিয়ে পড়েও অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে কাতালান ক্লাবটির ফুটবলাররা। ফলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের আধিপত্য আরও বাড়ালো ক্লাবটি। নেদারল্যান্ডসের ফিলিপ্স এস্তাদিও মাঠে জার্মান ক্লাব ভলফসবুর্গকে হারিয়ে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল কাতালান ক্লাবটি যা সর্বশেষ তিন বছরে এ টুর্নামেন্টে তাদের দ্বিতীয় শিরোপা।

চ্যাম্পিয়ন্স লিগে কয়েক বছর ধরেই বাজে সময় পার করছে বার্সেলোনার ছেলেরা। গ্রুপ পর্বের বাঁধা পেরোতে পারলেও শেষ ষোলোর বাঁধা টপকাতে পারছেনা তারা। এদিকে কাতালান ক্লাবটির মেয়েদের দল নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এ ধারাবাহিকতার ফল স্বরূপ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও এবার নিজেদের করে নিয়েছে তারা।

জার্মান প্রতিপক্ষ ভলফসবুর্গের সাথে খেলতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সার মেয়েরা। ৩৭ মিনিট না পেরোতেই দুই গোল হজম করে তারা। প্রথমার্ধ্ব শেষ হলেও কোনো গোলের দেখা পায়নি কাতালান ক্লাবটি। কিন্তু বিরতির পর আবার খেলা শুরু হলে স্বরূপে ফিরে আসে তারা।

২ গোলে পিছিয়ে পরে হারের শঙ্কা যখন কাঁধে ভর করেছে তখন দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই রূপ পাল্টে যায় বার্সার ফুটবলারদের। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় প্রতজম গোলের দেখা পান পাত্রী গোহার। ক্যারোলিন গ্রাহামের বানিয়ে দেয়া বলে বার্সার হয়ে প্রথম গোল দেন গহার। এর পরের মিনিটেই গোহার আরও এক গোল করলে সমতায় ফেরে তারা।

সমতায় ফেরার পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা। আর ম্যাচের ৭০ মিনিটে কাতালান ক্লাবটির হয়ে জয়সয়চক গোল করেন ফ্রিদলিনা রোলফো। গত চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে অলিম্পিক লিওর কাছে শুরুতেই তিন গোলে পিছিয়ে পড়েছিল বার্সার নারী দল। সেবার ঘুরে দাড়াতে না পারলেও এবার আর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেয়নি তারা। অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের করে নিয়েছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT