রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে নেমে উইল ইয়ংয়ের হাফ সেঞ্চুরি

প্রকাশিত : ০৬:৩০ অপরাহ্ণ, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে এ পর্যন্ত ১৮ ওভারে ৮৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৬ বলে ১৮ রান করে আউট হয়েছেন চ্যাড বোয়েস।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়ে আজ থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে পাকিস্তান। এ বছরের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

ওই সিরিজের পর আবারো ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হলো পাকিস্তান। এবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় পাকিস্তান। অন্যদিকে সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ডের।

এখন পর্যন্ত ১১০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর মধ্যে পাকিস্তানের জয় ৫৬টিতে, ৫০টিতে নিউজিল্যান্ডের। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়।

পাকিস্তান দলের একাদশ
বাবর আজম (ক্যাপ্টেন), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানউল্লাহ, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর।

নিউজিল্যান্ড দলের একাদশ
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, চ্যাড বোয়েস, কোল ম্যাকনি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, হেনরি শিপলি, ব্লেয়ার টিকনার, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), বেঞ্জামিন লিস্টার, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, রচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়ং।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT