আরও একটি মাইলফলকের সামনে বাবর আজম
প্রকাশিত : ০৪:২৪ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৫২ বার পঠিত
আরও একটি রেকর্ড গড়ার পথে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় জয় পেলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বাবর।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের চতুর্থ ম্যাচে জিতলেই এই মাইলফলক স্পর্শ করতেন বাবর। কিন্ত সেই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ১৬৪ রান করার পর শুরু হয় শিলাবৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যাক্ত হয়।
টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ৭০ ম্যাচে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ৪২টিতে জয় উপহার দিয়েছেন বাবর আজম। ৭৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডকে ৪২টিতে জয় উপহার দেন সাবেক অধিনায়ক ইয়ন মরগান।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪২টি করে ম্যাচ জয়ে নেতৃত্ব দিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন বাবর আজম ও ইয়ন মারগান।
অধিনায়ক হিসেবে আর মাত্র একটি ম্যাচে জয় পেলেই মরগানকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন বাবর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।