রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এই ঈদে শত গান নিয়ে আসছেন শিল্পীরা

প্রকাশিত : ০৫:৩৪ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার ১৭০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে শোবিজের যে মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যস্ততার মধ্যে থাকে সেটা হলো সঙ্গীতাঙ্গন। এই অডিও পাড়ায় যেমন দেশের খ্যাতিমান শিল্পী থেকে শুরু করে নতুন প্রজন্মের তারকা শিল্পীদের গান রেকর্ডিং নিয়ে ব্যস্ততা থাকে । সেই হিসেবে এক ঈদকে কেন্দ্র করে কয়েক শত গান প্রকাশ হয়ে থাকে। এর মধ্যে কোনটি যে শ্রোতাপ্রিয় বা ‘ভাইরাল’ হয়ে যাবে সেটার কোনো ঠিক নেই। হয়তো নতুন আনকোড়া কোনো শিল্পীই সেই বাজিমাত করতে পারেন। ঈদের আয়োজনে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে। সেটা হতে পারে ব্যক্তিগতভাবে মুক্তি দেওয়া থেকে অথবা অডিও ইন্ডাস্ট্রি থেকে।

এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনেকগুলো অডিও কোম্পানি নতুন সিঙ্গেল, ডুয়েট এবং অ্যালবাম নিয়ে আসছে। এর মধ্যে বিভিন্ন ঘরানার বেশ কিছু গান-ভিডিও নিয়ে আসছে দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গীতিকার কবির বকুলের কথায় খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লার সুরে আঁখি আলমগীরের কণ্ঠে ‘কোথায় রেখেছো আমায়’।

গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ এবং ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এছাড়া আছে ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাশের কণ্ঠে ‘মিথ্যেবাদী রে’। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাশ ও ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ। সিনিয়র সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী এবার নবাগত কণ্ঠশিল্পী রাজ আজিমের সঙ্গে ডুয়েট গান করেছেন। আব্দুল আজিমের কথা ও সুরে গানের শিরোনাম ‘ভালোবাসার খেলা’। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। মাহিন আওলাদের ভিডিও পরিচালনায় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও আভরাল সাহিরের কণ্ঠে ‘পরান পাখি’। সোমেশ্বর অলির গীতিকবিতায় সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজি শুভ ও স্বীকৃতির দ্বৈত গান ‘বেয়াই বেয়াইন’। রনক রায়হানের কথা সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খানের গান ‘ওরে প্রিয়া’। তারিক তুহিনের গীতিকবিতায় গানটির সুর দিয়েছেন আহমেদ হুমায়ুন আর সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। লুৎফর হাসানের কথা ও সুরে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভর কণ্ঠে আসছে ‘ভুল সময়’। তরিক আল ইসলামের সঙ্গীতায়োজনে এই গানের ভিডিও নির্মাণ করেছেন লুৎফর হাসান।

অনুরূপ আইচের গীতিকবিতায় এবং রোমেল হাসানের সুর ও সঙ্গীতায়োজনে খালেদ মুন্নার কণ্ঠে আসছে ‘সোনা বউ’। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘ঘুড়ি’খ্যাত লুৎফর হাসানের কণ্ঠে ‘আমি একা একাই থাকি’। সালমা সুলতানার গীতিকবিতায় কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজনে আছেন শান সায়েক। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গালিব সরদারের কথা এবং টুনাই দেবাশীষ গাঙ্গুলীর সুর ও সঙ্গীতে আসছে দুটি গান। ‘যত্ন করে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চ্যাটার্জি এবং ‘উঠোন দুয়ার’ শিরোনামের গানটি গেয়েছেন ভারতের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ঈশান মিত্র। গান দুটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

প্রতিভাবান কণ্ঠশিল্পী কাজল আরিফের কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘দুঃখের মুসাফির’ শিরোনামের নতুন গান। মো. মিজাহারুল ইসলামের কথায় সুর দিয়েছেন কাজল আরিফ ও সুব্রত সুমন। সঙ্গীতায়োজনে সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

অন্যদিকে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী প্রমা ইসলামের ‘কাল তুমি ছিলে পাশে’ গানটি। প্রয়াত কিংবদন্তি আলাউদ্দিন আলীর গীতিকবিতায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরেক কিংকদন্তি শেখ সাদী খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ।

দেশের আরেক প্রভাবশালী অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ নিয়ে আসছে বেশকিছু একক গান। প্রতিষ্ঠানটি মিডিয়া ম্যানেজার সুমন মোস্তফা জানান, এবার ঈদকে সামনে রেখে জি সিরিজ থেকে দুই শতাধিক গান উন্মুক্ত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রিন্স মাহমুদের সুরে ২৩ বছর পর চাঁদরাতে আসছে মিজানের নতুন গান ‘এমন হয়নি আগে’। গানের কথা লিখেছেন গীতিকবি স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে মিজান গেয়েছিলেন ‘কাল আপন আজ পর।’ ১৯৯৯ সালের মাঝামাঝি সময়ে গানটা রেকর্ড করা হয়। এই গান যুক্ত করা হয় ‘স্রোত’ অ্যালবামে।

এছাড়া জি-সিরিজের আরও উল্লেখ করার মতো যেসব গান আসছে তার মধ্যে নচিকেতা চক্রবর্তীর ‘তোমার সাথে যায় না’, ফজলুর রহমান বাবুর ‘মেঘমালা’, তাহসান খানের ‘নিয়তি’, বাপ্পা মজুমদারের ‘বালিকা’, পিন্টু ঘোষের ‘আমি তুমি’, সুজিত মুস্তাফার ‘শেষ ঘুম’, সালমার ‘দুই ভুবনের বাসিন্দা’, আরমান আলিফের ‘আমি কালো বলে’, কিশোর পলাশের ‘তোর লাগিয়া কান্দি’, ‘দেহ বিল্ডিং’ ও ‘সাদা কালো ঢেউ’, এফ এ সুমনের ‘শুধু ব্যথা’, আলী হাসানের ‘মনের মিল’, রাজু মণ্ডলের ‘আহাতে আল্লাহকে চিনি’, ‘মানুষ চিনলাম না’ ও ‘গোপন প্রেম’, রাবেয়া সেতুর ‘আমার মনে দাগ লাগাইয়া’, শারমিনের ‘আমি না থাকিলে’ ও ‘কে বুঝিবে জ্বালা’, রাবেয়া সেতুর ‘অন্তরে ভিতরে’, সিলমা, হৃদয় খানের ‘বউ কথা শোনে না’ ও ‘লন্ডনী দামান’, মিথিলা মিলনের ‘হৃদয়ের আয়না’, শেফালী সারগামের ‘কান্দি গোপনে’ ও ‘কোন পরাণে রাইখা পরাণ’, এস এ টুটুলের ‘খাঁচার পাখি’, সুজন আরিফের ‘লও সালাম’, শারমিন জাহানের ‘মায়ের আঁচল’, এহসান রাহীর ‘মনকে বলি’, মনিরুজ্জামান টুটুলের ‘মনের নগর’, শফিক আহমেদের ‘নেই ফেরার পথ’, লিয়ন লিটুর ‘পিরিতের বিষে’ প্রভৃতি।

এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী বেলাল খানের গান প্রো-টিউন থেকে আসছে ‘কে যেনো’, সাউন্ডটেক থেকে আসছে লিজার সঙ্গে ডুয়েট গান ‘ভালোবাসবো শুধু তোমায়’। একই কণ্ঠশিল্পীর আরও একটি গান এ জেড মাল্টি মিডিয়া থেকে ‘সাঁতার জানা নাই’ এল এইচ মিউজিক থেকে ‘ভালোবাসি শুধু তোমায়’।

পাশাপাশি অন্যান্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে আরও একগুচ্ছ ঈদের গান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও। পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান। ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ। বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি। নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে। সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন। প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT