রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সালাম মুর্শেদী বললেন- দুর্নীতি নয়, ক্রয়টা প্রপারলি হয়নি

প্রকাশিত : ১০:২৬ অপরাহ্ণ, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার ১৫৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর বাফুফে তাকে ‘আজীবন নিষিদ্ধ’ করেছে।

সোমবার বাফুফে এক সংবাদ সম্মেলন ডাকে। সেখানে বাফুফের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে। তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও ফেডারেশনের প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফেডারেশনে সোহাগ যেন আর অংশ নিতে না পারে ওই সিদ্ধান্ত হয়েছে। ফেডারেশনে তার কোন স্থান নেই। এছাড়া আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। সেজন্য কমিটি গঠন করা হয়েছে।’

সালাম মুর্শেদী বাফুফের ফাইন্যান্স কমিটির সভাপতি। ফান্ড জালিয়াতির অভিযোগে সোহাগ নিষিদ্ধ হওয়ায় তার কমিটির কোন দায় আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তার ফাইন্যান্স কমিটির বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তারা কোন দায় নেবেন না। কারণ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, ‘দুর্নীতি হয়নি। ক্রয়টা প্রপারলি হয়নি। এএফসি ও ফিফা থেকে বার বার তদন্ত করতে এসেছে। কোটেশন ফলো করা হয়নি বলে তারা সন্তুষ্ট হয়নি। আমরা এর কোন দায় নেব না। কারণ এটা বাফুফের ফাইন্যান্স কমিটির কোন দায় বা অভিযোগ না। এটা তার ব্যক্তিগত ভুল। সে সব ঠিকঠাক ফলো করেনি বলেই তো নিষিদ্ধ হয়েছে।’

বাফুফের নিষিদ্ধ জেনারেল সেক্রেটারি সোহাগের বিরুদ্ধে বাফুফেও তদন্ত কমিটি গঠন করেছে। দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেখানে বাফুফের চারজন সহ-সভাপতি আছেন। ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথাও বলেছে বাফুফে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT