বেনফিকাকে সহজে হারালো ইন্টার
প্রকাশিত : ০৫:০৯ পূর্বাহ্ণ, ১২ এপ্রিল ২০২৩ বুধবার ১৪০ বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চমক দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। কিন্তু শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে নিজেদের সঙ্গে সুবিচার করতে পারেনি তারা। ইন্টার মিলানের বিপক্ষে হেরেছে ২-০ গোলে।
মঙ্গলবার রাতে দ্য লাজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে প্রথম লিড নেয় ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে ৫১ মিনিটে গোল করেন নিকোলো বেরেল্লা।
এরপর চেলসি থেকে ধারে ইন্টার মিলানে খেলা রোমেলু লুকাকু ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। পেনাল্টি থেকে গোল করেন ইনজুরিতে মৌসুমের অর্ধেক মাঠের বাইরে থাকা এই বেলজিয়াম স্ট্রাইকার।
এই জয়ে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে এ পা বাড়িয়ে দিল। অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের জয়টা ছোট নয়। ঘরের মাঠেও তারা বেনফিকার বিপক্ষে জয়ের আশা করতে পারে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।