বাংলাদেশ সিরিজের সূচি জানাল শ্রীলঙ্কা
প্রকাশিত : ১০:০০ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০২৩ সোমবার ১৩৪ বার পঠিত
চলতি মাসের শেষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
ওই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসসিএল)। কলম্বোর পি সারা ওভালে ওয়ানডে এবং এসএসজি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ।
প্রথমে ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে এবং ২ ও ৪ মে অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে ম্যাচ। এরপর ৯ মে টি-২০ সিরিজ শুরু হবে। ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-২০ ম্যাচ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।