তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ৪ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ২৩
প্রকাশিত : ১০:০৯ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২৩ রবিবার ১২৯ বার পঠিত
তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও, মৃত্যু হয়েছে চারজনের। আর এখনও নিখোঁজ রয়েছে ২৩ জন।
আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর আফ্রিকার অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা দুটি তিউনিসিয়ার উপকূলে ডুবে যায়।
তিউনিসিয়ার স্ফাকস শহরের আদালতের মুখপাত্র ফাউজি মাসমৌদি শনিবার এএফপিকে বলেন, ‘আজ সকালে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৬ জনকে। নিখোঁজ রয়েছে তিনজন।’
তিনি জানান, এর আগে শুক্রবার বিকেলে ৩৭ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জন নিখোঁজ রয়েছে।
নৌকাডুবির এই দুই ঘটনাতেই তদন্ত শুরু হয়েছে বলেও জানান মাসমৌদি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।