রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘ট্যাবু ভাঙলেন পরীমণি– এই খবরটি আমাকে সাহসী করেছে’

প্রকাশিত : ১০:০৭ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২৩ রবিবার ১৪১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পরীমণি। ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘মা’। এই ছবি নিয়ে প্রত্যাশা, বিরতি ভেঙে চলচ্চিত্রে ফেরা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–

আপনার ‘মা’ ছবিটি তো মুক্তির ঘোষণা এলো, ছবিটি নিয়ে প্রত্যাশার কেমন?

আগামী ২৯ মে মা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে। অনেক দিন পর এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় ফিরছি। তাই আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করছে। মনেপ্রাণে চাই, সিনেমাটি সব শ্রেণির দর্শক দেখুক। অনেক পরিশ্রম আর যত্ন নিয়ে কোনো কাজ করার পর এটাই থাকে বড় চাওয়া। তা ছাড়া, এই সিনেমার কথা মনে হলেই আবেগী স্রোতে ভেসে যাই। অন্য রকম টান অনুভব করি।

ছবিটি নিয়ে এতো আবেগের কারণ কী?

‘মা’ সিনেমার জার্নি জীবনের স্মরণীয় এক অধ্যায়। এর শুটিং থেকে শুরু করে কাজের প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে আছে। যখন এই সিনেমার শুটিং শুরু করি, তখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা। ছেলে রাজ্যকে গর্ভে রেখেই দিন-রাত শুটিং করেছি। শুটিংয়ের জন্য বনানীর বাসা থেকে গাজীপুর যাওয়ার পথে ভয়ে ভয়ে থাকতাম। ভাবতাম, শুটিংয়ে তো অনেকে আমাকে দেখবে; কিন্তু রাস্তায় যদি কিছু হয়ে যায়, কে টেককেয়ার করবে? যদিও কখনও পথে সমস্যায় পড়িনি। কিন্তু শুটিংয়ে গিয়ে দেখা যেত, একটু পরপরই আমি অসুস্থ হয়ে পড়ছি। বমিও হতো প্রচুর। পরিচালক তো ধরেই নিয়েছিলেন, আমার জন্যই এ সিনেমার কাজ সময়মতো শেষ করা যাবে না। কিন্তু সবার সহযোগিতায় সময়মতো কাজ শেষ করতে পেরেছি। পরিচালককে আর দুশ্চিন্তায় থাকতে হয়নি। এখন এ সিনেমা আমার ছেলে রাজ্যকে কোলে নিয়ে দেখব– এটা ভাবতেই অন্য রকম ভালো লাগায় মন ভরে যাচ্ছে।

মা হওয়ার অনেক আগেই এ ছবিতে যখন চুক্তিবদ্ধ হয়েছিলেন, মায়ের ভূমিকায় অভিনয় জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?

অভিনেত্রী থেকে পরিপূর্ণ শিল্পী হতে চাইলে সব ধরনের চরিত্রে অভিনয়ের সাহস থাকতে হবে। আমি সেই সাহস নিয়েই কাজ করার চেষ্টা করি। তাই সন্তানের প্রতি একজন মায়ের যে আবেগ-অনভূতি, আশা-আকাঙ্ক্ষা কাজ করে, তা ভালোভাবে জেনে আত্মস্থ করার চেষ্টা করেছি। এরপর ‘মা’ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

মায়ের ভূমিকায় অভিনয় করলে নায়িকার ইমেজের ক্ষতি হতে পারে– এটা কখনও মনে হয়েছিল?

মা ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর একটা খবর আমার চেখে পড়ে, ‘ট্যাবু ভাঙলন পরীমণি’। এটা আমার খুবই পছন্দ হয়েছে, কাজে সাহস জুগিয়েছে। নায়িকারা মায়ের ভূমিকায় অভিনয় করলে তাঁদের আবেদন কমে যাবে– এমন কথায় আমি বিশ্বাসী নই। অবশ্য ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর অনেকেই প্রশংসা করেছিল, এত তাড়াতাড়ি এমন চরিত্র বেছে নেওয়ার জন্য। তাঁদের সেই প্রশংসাও আমাকে অভিনয়ে প্ররণা জুগিয়েছে।

কিছুদিন আগে হুট করেই গ্রামে ছুটলেন। কারণ কী?

অনেক দিন ধরেই যেতে মন চাইছিল। নানা কারণে যাওয় হচ্ছিল না। কোভিডের পর জীবনে নানা অভিজ্ঞতার মুখে পড়লাম। জেলে যাওয়া, মামলা আদালতে ছুটাছুটি, বিয়ে করলাম, মা হলাম। সব কিছুর পর অবশেষে চার বছর পর গ্রামে যাওয়া হল। কাউকে না বলেই হুট করেই গ্রামে যাই। না বললেও গ্রামের সবাই হেরিকপ্টারের আওয়াজ শুনেই বুঝে যায় আমিই গিয়েছি।

হেলিকপ্টারের আওয়াজ শুনেই তারা কিভাবে বুঝল আপনিই গিয়েছেন?

আরে ওই পথে আমি ছাড়া তেমন কেউ হেলিকপ্টার পথে যায় না। তাই সবাই ধরেই নেয় আমিই গিয়েছি হয়তো। আর আত্মীদের মধ্যে একটা অদ্ভুত বিষয় কাজ করে, কাছের কেউ বাড়ি ফিরতে চাইলে তাদের মন বুঝে ফেলে।

হেলিকপ্টার থেকে নামার পর সবাই কিভাবে অভ্যর্থনা দিলেন…

হেলিকপ্টার থেকে নামার পরই হৃদয়ে এক প্রকার প্রশান্তিতে ভরে উঠে। যেখানে আমি বড় হয়েছি সেখানে এবার আমার ছোট্ট সন্তান নিয়ে নিয়ে গেলাম। সে শান্তির কথা বলে বোঝানো সম্ভব নয়। হেলিকপ্টার থেকে নামার পর মানুষের ভিড়ে এগোতেই পারছিলাম না।

রাজও গিয়ে গিয়েছিলেন?

হেলিকপ্টারে আমি রাজ্য আর নানা গিয়েছিলাম। রাজ পরে গিয়েছিল গাড়ি নিয়ে। শুনে অবাক হবেন রাজ বরিশাল গিয়ে একমুহুর্তও বসেনি। টইটই করে ঘুরে বেড়িয়েছে। ব্যাগভর্তি করে মাছ ও বিভিন্ন বাজার করেছে। প্রায় দুই সপ্তাহর মত গ্রামে ছিলাম এই ক’দিন গ্রামের সবার ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আমাকে, রাজ্যকে দেখার জন্য সবাই ছুটে আসছেন,আমাদের দোয়া করছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও। পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান। ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ। বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি। নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে। সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন। প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT