তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২০
প্রকাশিত : ০৫:২৩ পূর্বাহ্ণ, ৯ এপ্রিল ২০২৩ রবিবার ১২৭ বার পঠিত
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নৌকাডুবির পর ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে শুক্রবার বিকেলে স্ফ্যাক্স শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর- এএফপি ও আল-জাজিরার।
নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে ছেড়ে যায়। আরোহী ছিলেন ৩৭ জন।
এএফপির হিসাব অনুযায়ী গত মার্চ থেকে এ ধরনের অন্তত ছয়টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০০ মানুষ নিখোঁজ হয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।