হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে: নেতানিয়াহু
প্রকাশিত : ১০:২৮ পূর্বাহ্ণ, ৮ এপ্রিল ২০২৩ শনিবার ১৩০ বার পঠিত
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার পর শুক্রবার ভোরে পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি ও তেলআবিবে পৃথক তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
এসব হামলায় কমপক্ষে তিনজন ইসরাইলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আনাদোলুর।
এদের মধ্যে পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিতে দুই ইসরাইলি নারী নিহত এবং একজন গুরুতর আহত হন।
হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ড। সেখানে তারা এক সংবাদ সম্মেলনে বলেন, খুব শিগগির হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে।
পশ্চিমতীর ছাড়াও ইসরাইলের তেলআবিবেও পৃথক দুটি স্থানে বন্দুক হামলা হয়েছে। এতে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।