নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪৬
প্রকাশিত : ১০:২৩ অপরাহ্ণ, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৩৩ বার পঠিত
আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীর হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে এ হামলার ঘটনা ঘটেছে। গ্রামটিতে যাযাবর পশুপালক এবং বসতি স্থাপনকারী কৃষকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে প্রায়ই বিবাদের ঘটনা ঘটে।
শুক্রবার বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেছেন, ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছেন, তাই নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে।
এ ঘটনার জন্য পল হেম্বা পশুপালকদের দোষারোপ করেছেন। পশুপালকরা গত এক মাস ধরে স্থানীয় সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলে জানান তিনি। তবে এ হামলার কারণ এখনো স্পষ্ট হয়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।